images

দেশজুড়ে

ময়মনসিংহে আইনজীবীর সঙ্গে ডিবি পুলিশ সদস্যদের ধস্তাধস্তি

বুধবার, ১৮ জুন ২০২৫ , ১০:৫৯ পিএম

images

ময়মনসিংহ আইনজীবী সমিতি এলাকায় আইনজীবী ও ডিবি পুলিশের মধ্যে ধস্তাধস্তি ঘটনা ঘটেছে। আইনজীবীর সামনে থেকে তার মক্কেলকে তুলে নিতে চাইলে এ ঘটনা ঘটে।

বুধবার (১৮ জুন) দুপুরে জেলা আইনজীবী ভবনের সামনে এ ঘটনা ঘটে। 

আটককৃত দুজন সম্পর্কে সহোদর ভাই এবং গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তা ওসি মহিদুল ইসলাম।

এ ঘটনায় আইনজীবীসহ তার মক্কেলদের ডিবি কার্যালয়ে নিয়ে যায় ডিবি পুলিশের সদস্যরা। তবে তুলে নেওয়া আইনজীবী রাসেল তালুকদার ও মক্কেল আইনজীবীদের বিক্ষোভের মুখে ছেড়ে দেন পুলিশ। এদিকে ডিবি হেফাজতে নেওয়া আইনজীবী ও মক্কেল রিপন সরকারকে (২২) আইনজীবীদের সঙ্গে আলোচনা করে ছেড়ে দেয়। আপর মক্কেল লিয়ন সরকারকে (২৫) গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, জেলার গৌরীপুর উপজেলার ২০১৮ সালে হত্যা মামলার আসামি মো. লিয়ন সরকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মামলার শুনানি শেষে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা তাদেরকে তুলে নিতে চেষ্টা করে। এ সময়ে ওই আইনজীবী বাঁধা দিয়ে আটকের কারণ জানতে চায়। এ নিয়ে আইনজীবী ও ডিবি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সৃষ্টি হয়। 

এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লিয়নকে ধরা হয়। এ সময় বাধা দেওয়ায় আইনজীবীকেও নিয়ে আসা হয়েছিল। 

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ বলেন, আইনজীবীর সঙ্গে ডিবি পুলিশের ভুল বোঝাবুঝি হয়। পরে আমরা ডিবি পুলিশের কাছে গিয়ে আলোচনা করে আইনজীবীকে নিয়ে এসেছি, বিষয়টি মিটে গেছে।

আরটিভি/এএএ