বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৫:৪৩ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম বলেছেন, বিচারের নামে, সংস্কারের নামে বছরের পর বছর পার করে দেওয়া যাবে না। হাসিনা মাঝেমধ্যে বলে, টুপ করে এসে পড়বে, সে নাকি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী! এ কারণেই বলি, ড. ইউনূস, আপনাকে এই ষড়যন্ত্রকে থামাতে হবে। নির্বাচিত সরকার ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই। আমরা নির্বাচন চাই।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নওগাঁর বদলগাছি উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের জেলা, মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, দেশ চালাতে হলে খালেদা জিয়া ও তারেক রহমানের মতো নেতাই দরকার। বিএনপি ক্ষমতায় গেলে আধিপত্যবাদ রুখতে পারবে, অর্থনীতির সংস্কার করতে পারবে। বিএনপি দল করে, রাজনীতি করে—স্বাভাবিকভাবেই ক্ষমতায় যেতে চায়। না গেলে পরিবর্তন কীভাবে হবে?
সভায় রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতিস ফখরুল ইসলাম রবিনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরটিভি/এএএ -টি