images

দেশজুড়ে

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১১:১৯ পিএম

images

‎ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। 

বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্তবর্তী এলাকা থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করে। এ সময় সন্দেহভাজন একজনকে সীমান্ত অতিক্রম করার চেষ্টাকালে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটককৃত ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক হলেও, তিনি নিয়ম বহির্ভূতভাবে ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন এবং ফেরার সময় মাদকসহ ধরা পড়েন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুজ্জামান জানান, আমরা সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ তৎপর রয়েছি। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

স্থানীয়রা বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই ধরনের পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।

আরটিভি/এএএ