শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৫:০৫ পিএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে এক মারমা যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দার কুল এলাকায় এই ঘটনা ঘটে৷
নিহত যুবকের নাম শিবুউ মারমা (৩৮)। তিনি সরফভাটা বড়খোলাপাড়া এলাকার চিংচালা মারমার ছেলে।
জানা যায়, তিনি গতকাল স্ত্রীসহ চন্দ্রঘোনা রাইখালী এলাকায় শ্বশুর বাড়ি যায়। স্ত্রীকে বাপের বাড়ি রেখে শুক্রবার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে সরফভাটা খাইন্দার কুল এলাকায় এলে অজ্ঞাতনামা সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বুকের কাছে একটু গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে৷ তাৎক্ষণিক কারা এই ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
আরটিভি/এএএ/এআর