images

দেশজুড়ে

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে মিলল ২ শিশুর মরদেহ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৩:৪৪ এএম

images

ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২০ জুন) রাত ১০টায় পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানা পুলিশের উপপরিদর্শক সালাউদ্দিন রাশেদ।

নিহত হলো- ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে ফয়সাল ফারাবী (৯) ও ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে সাখাওয়াত হোসেন (৮)। 

পুলিশ জানায়, নিহত ২ শিশু পরিবারের সঙ্গে সাতমন্দির রোড এলাকার শেখ ভবনে ভাড়া বাসায় থাকতেন। খেলার জন্য বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনে যায় তারা। অসাবধানতাবশত তারা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ছাগলনাইয়া থানা পুলিশের উপপরিদর্শক সালাউদ্দিন রাশেদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে