images

দেশজুড়ে

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৭:৩০ এএম

images

মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির কিশোর মো. জুনায়েদের (১৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা মো. মুবিন ও মো. মারুফ নামে আরও দুই বন্ধু।

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম বায়েজিদ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

নিহত জুনায়েদ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফকিরহাট রফিক সওদাগর বাড়ির মরহুম মো. জাফরের ছোট ছেলে।

এ বিষয়ে জুনায়েদের চাচা মো. রাশেদ বলেন, প্রবাসে দুর্ঘটনায় জুনায়েদের বাবাও মারা গেছে। এরপর থেকে তার মা অনেক দুঃখে কষ্টে জুনায়েদ এবং তার আরেক ভাই ও বোনকে মানুষ করেছে। এতো কষ্টে বড় করা ছেলেমেয়ে এভাবে মারা গেলে সে পরিবারে আর কি থাকে? তার মায়ের স্বপ্ন নিমিষেই শেষ। 

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বিকেলে বায়েজিদ লিংক রোডে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি ঘটনার স্থানটি সীতাকুণ্ড থানার মধ্যে পড়ায় তারাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, জুনায়েদ মোটরসাইকেল চালাচ্ছিল। তারা বায়েজিদ সংযোগ সড়ক থেকে ফৌজদারহাট হয়ে পতেঙ্গার আউটার রিং রোডে আসছিল। তবে সংযোগ সড়কের জিরো পয়েন্ট পৌঁছালে একটি ব্যক্তিগত কার মোটরসাইকেলে ধাক্কা দেয়। জুনায়েদ ছিটকে গিয়ে পড়ে পাশ দিয়ে যাওয়া একটি লরির নিচে। সেই লরির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকি দুজন আহত হন।

তিনি আরও বলেন, জুনায়েদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

আরটিভি/এমকে