শনিবার, ২১ জুন ২০২৫ , ০৮:১৭ পিএম
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ধনাগোদা নদীর ওপর দাঁড়িয়ে আছে একটি স্টিলের বেইলি সেতু। তবে সেটি এখন কোনো কাজেই আসছে না। কারণ, সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই। নদীভাঙনে সেই সড়ক বহু আগেই বিলীন হয়ে গেছে। স্থানীয়দের দাবি, অলস পড়ে থাকা সেতুটি অন্যত্র সরিয়ে নেওয়া হোক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নে ধনাগোদা নদীর পাড়ঘেঁষে আড়ংবাজার থেকে কানুদি পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কে চারটি বেইলি সেতু স্থাপন করা হয়। এর মধ্যে তিনটি সেতু আগেই সরিয়ে নেওয়া হলেও প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের একটি সেতু এখনো আগের জায়গাতেই পড়ে আছে।
নদীভাঙনে শুধু সড়কই নয়, নদীপাড়ের ঘরবাড়ি ও ফসলি জমিও হারিয়েছেন এলাকাবাসী। বর্তমানে আবারও নতুন করে ভাঙনের হুমকিতে পড়েছে ওই জনপদ। সড়ক হারিয়ে অকেজো হয়ে পড়া সেতুটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
বিষ্ণুপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য সোহেল খান বলেন, সড়ক নেই, সেতুও কোনো কাজে আসছে না। শুধু পড়ে থেকে ক্ষয় হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে এটি একেবারে অচল হয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। সেতুটি স্থানান্তর বা অন্য কোনোভাবে ব্যবহার উপযোগী কিনা, তা যাচাই করা হবে।
আরটিভি/এএএ