রোববার, ২২ জুন ২০২৫ , ০৮:৪৩ এএম
চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের এক বছরের মাথায় সাজু আকতার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) সকালে উপজেলার কাঞ্চননগর ইউপির ৩নং ওয়ার্ডের হলি পাড়া থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
সাজু ওই এলাকার নেজাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। নিহত গৃহবধূ একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার সুলতান আহমেদের একমাত্র কন্যা।
নিহত গৃহবধূর পিতা সুলতান আহমেদ অভিযোগ করে বলেন, তার মেয়েকে স্বামী নেজামসহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক নির্যাতন করে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। হত্যার বিষয় পুলিশের কাছে সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত স্বামী নেজাম উদ্দিন বলেন, শ্বশুরবাড়ির লোকজন যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার স্ত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় আমার ভাইয়ের বউয়ের সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া হয়েছে। এদিন রাত ২টার দিকে ঘুমাতে যায়। সকালে উঠে দেখি আমার স্ত্রী রান্না ঘরের পাশের রুমে ঘরের ছাদ বিমের সঙ্গে ঝুলে আছে।
আরটিভি/এএএ/এস