সোমবার, ২৩ জুন ২০২৫ , ১১:৩৬ এএম
পাবনার ঈশ্বরদীতে একটি তেলবাহী চলন্ত ট্রেনের এক চাকার এক্সেল বক্স ভেঙে রেল লাইনে আটকে যায় ওই ট্রেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা-ঈশ্বরদী রেল রুটের ঈশ্বরদীর পাতিবিল এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ওই রুটের আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাবল লাইন থাকায় বিকল্প রেল লাইন দিয়ে ট্রেন চলাচল চালু ছিল। এ ঘটনার দুই ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছায়। পরে আধা ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে দুর্ঘটনা কবলিত ট্যাংকারটি সরিয়ে নেওয়া হয়।
সোমবার (২৩ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন।
জানা যায়, দুর্ঘটনার পর পুরোপুরি উদ্ধার কাজ সম্পন্ন ও ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগে আরও ঘণ্টা খানেক। দুর্ঘটনা কবলিত ওই তেলবাহী ট্রেনটির উদ্ধার কাজ রোববার রাত ৯টার দিকে পুরোপুরি সম্পন্ন হওয়ার পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন বলেন, একটি তেলবাহী ট্রেন ফার্নিস ওয়েল নিয়ে খুলনা থেকে আমনুরা যাচ্ছিল। ঈশ্বরদী জংশন স্টেশন পাওয়ার আগেই পাতিবিল এলাকায় পৌঁছালে একটি ট্যাংকারের এক চাকার এক্সেল বক্স ভেঙে যায়। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, ডাবল লাইন থাকার কারণে বিকল্প রেললাইন দিয়ে ট্রেন চলাচল চালু ছিল। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেন এনে দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ওই রেললাইন দিয়ে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
আরটিভি/এমকে/এআর