মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৮:৫৮ এএম
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কাজি রানা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বাংলাদেশ সময় রোববার (২২ জুন) রাত ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত রানা সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ভূঁইয়া পাড়ার আব্দুল গনি ভূঁইয়া বাড়ির কাজি মো. শাহজাহানের ছেলে।
এ বিষয়ে নিহতের বাবা কাজি শাহজাহান বলেন, আমার ছেলে ছয় মাস আগে প্রথমবারের মতো সৌদি আরব যায়। সে রিয়াদে একটি ফুড কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিল। সেখানে ২০ জুন ফুড ডেলিভারি করে নিজ বাসার সামনে গাড়ি পার্কিং করার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার এসে সজোরে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টায় মারা যায়।
আরটিভি/এমকে