মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১১:২৫ এএম
কক্সবাজারের উখিয়ায় বসতঘরে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ নুরুল আমিন ওরফে বাবুল (৪০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। একই সঙ্গে নিহতের এক ভাই গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ডাকাতরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের। সোমবার রাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নূরারডেইল পাহাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন।
নিহত নুরুল আমিন ওরফে বাবুল একই এলাকার মৃত ইসহাক আহমদের ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নিহতের ছোট ভাই মোহাম্মদ হাসান (৩৫)।
নিহতের স্ত্রী আছিনা খাতুন বলেন, সন্ধ্যায় বাড়িতে স্বামী নুরুল আমিনসহ পরিবারের সদস্যরা একসঙ্গে মিলে নিজের বরজ থেকে তুলে আনা পান গোছাচ্ছিলেন (বিড়া)। কাজের প্রায় শেষপর্যায়ে স্বামীকে বাজার মাছ কিনে আনার কথা জানান। পরে ছোট ভাই মোহাম্মদ হাসানকে সঙ্গে নিয়ে তার স্বামী স্থানীয় স্টেশনে মাছ কিনতে বের হন। তারা মাছ কিনতে বের হবার ২০ থেকে ২৫ মিনিট পরই মুখোশ পরিহিত ১০ থেকে ১২ জনের একদল বাড়িতে হানা দেয়। ডাকাতদের হাতে দেশীয় তৈরি লম্বা বন্দুক, লম্বা কিরিচ ও ছোরা ছিল। বাড়িতে ঢুকেই আমাদের অস্ত্রের মুখে জিন্মি করে। পরে মারধরের একপর্যায়ে আমার ও মেয়ের স্বর্ণালংকার এবং কোরবানির সময় গরু বিক্রির নগদ ২ লাখ টাকা লুটে নেয় তারা।
তিনি আরও বলেন, চলে যাওয়ার সময় পথিমধ্যে আমার স্বামী ও দেবর ডাকাতদলের সম্মুখে পড়েন। দেখা মাত্রই তাদের লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়ে। পরে কুপিয়ে তাদের ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালে আমার স্বামীকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, সন্ধ্যার পরে ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই আহত দুই ভাইকে স্বজনরা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি বলেন, এটি ডাকাতি নাকি অন্য কোনো বিরোধের জেরে ঘটেছে, রহস্য উদঘাটনে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনার পর থেকে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আরটিভি/এমকে