images

দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে শত ফুট গভীর খাদে বাস

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৪:২০ পিএম

images

খাগড়াছড়ির রামগড়ের জালিয়াপাড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের দ্রুতগতি সম্পন্ন যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কমপক্ষে একশ ফুট গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির সুপারভাইজার ও হেলপারসহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জালিয়াপাড়ার মাহবুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন।

আহতরা হলেন- খাগড়াছড়ি সদরের জাহেদা আক্তার (৩৮), হাজেরা আক্তার (২৮) রেদোয়ার (৭), মুন্সীগঞ্জ জেলার নজরুল ইসলাম (৪২), খোরশেদ আলম (৫২), তানিয়া আক্তার (২২), গাড়ির সুপারভাইজার আজাদ হোসেন (৩৬) ও হেলপার রমজান আলী (৪৫)।

যাত্রীদের অভিযোগ, সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি শুরু থেকেই চালক খুব বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জালিয়াপাড়ায় বিজিবি হাসপাতালে পাঠান। 

পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পোঁছে আহতদের উদ্ধার ও নিরাপত্তার দায়িত্ব পালন করি। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে আনা হবে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/এমকে/এস