images

দেশজুড়ে

অবৈধভাবে ধান-চাল মজুত করায় তিন গুদাম সিলগালা

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৯:৪০ এএম

images

দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে অবৈধভাবে প্রায় ২ হাজার টন ধান ও আমদানিকৃত ২শ ৭১ মেট্রিক টন চাল মজুদের অপরাধে মেসার্স মাইক্রো গ্রেইন নামের একটি প্রতিষ্ঠানের তিনটি গুদাম সিলগালা করেছে ভ্রামম্যাণ আদালত।

এছাড়াও অবৈধ মজুদের অপরাধে হাকিমপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হাকিমপুর উপজেলার কালীগঞ্জ এলাকার পাশে অবস্থিত এই গুদামে অভিযান চালিয়ে অসঙ্গতি ও অবৈধ মজুদের অপরাধে সিলগালা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব থাকা সোহেল আহম্মেদ ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বেআইনি মজুদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে ১ হাজার ৯শ ৩৩ মেট্রিক টন ধান, ২শ ৭১ মেট্রিক টন আমদানিকৃত চাল ও ৪৭ মেট্রিক টন মসুর ডাল মজুদের অপরাধে গুদাম গুলো সিলগালা করা হয়েছে।

আরটিভি/এমএ