images

দেশজুড়ে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৭:০৬ পিএম

images

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

শুক্রবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টার মধ্যে জেলার সিরাজদিখানের কুচিয়ামোড়া ব্রিজ, রামেরখোলা ও শ্রীনগর উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৪টার দিকে সিরাজদিখানের কুচিয়ামোড়া ব্রিজ এলাকায়। মাওয়ামুখী একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক রাকিব (২৪) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ঢাকার ধোপখোলার বাসিন্দা মো. খলিলের ছেলে। এ ঘটনায় সজল নামে মোটরসাইকেলের আরেক আরোহী আহত হন।

পরবর্তী দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টার দিকে রামেরখোলায়। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের রেলিংয়ে ধাক্কা দিলে পেছনে থাকা একটি পিকআপ আটকে পড়ে। তবে এতে কেউ নিহত না হলেও দুইজন আহত হন।

Capture3

অপরদিকে, দুপুর ১২টা ৪৫ মিনিটে শ্রীনগর উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ন ২০-৯৬৫৬) পেছনে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ট্রাকচালক শুভ (২৫) আটকা পড়েন এবং আহত হন। 

জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে তিনি রাস্তার পাশে ট্রাকটি মেরামত করছিলেন।

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মো. আজাদ হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ঘটনাস্থলেই মারা যান। তার লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুর্ঘটনাগুলোতেও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম