শনিবার, ২৯ অক্টোবর ২০১৬ , ১১:১৫ এএম
চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে নিহত হয়েছেন ৩ জন। তবে র্যাবের দাবি, কথিত বন্দুকযুদ্ধে এ ৩ জন নিহত হয়েছে। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য।
শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর গণমাধ্যম শাখার পরিচালক চন্দন দেবনাথ।
চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাইয়ের নিজামপুরে অভিজান চালায় র্যাব-৭। এ সময় ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে, পাল্টা গুলিতে ৩ ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো বললেন, ডাকাতদের হামলায় র্যাবের ২ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য দেয়া হবে বলে জানান চন্দন দেবনাথ।
এইচটি/ এস