রোববার, ৩০ অক্টোবর ২০১৬ , ০৭:১৫ পিএম
যশোরে অস্ত্র, গুলি, বোমা ও মাদকসহ ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার ৯ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় একটি শুটারগান, এক রাউন্ড গুলি, ৪টি হাতবোমা, একটি রামদাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, কোতয়ালি থানায় ২৭, চৌগাছা ২, শার্শা ৭, ঝিকরগাছা ৬, বেনাপোল ২, কেশবপুর ১. মণিরামপুর ৯, অভয়নগর ৪ ও বাঘারপাড়া থানায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এসএস/এমকে