রোববার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ , ১০:৫০ এএম
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি প্রাইভেটকার, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রোববার ভোরে দি কিং অব চিটাগং ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ফারদিন (১৮) ও মো. হানিফ (৪০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ওই ক্লাব থেকে একটি মাইক্রোবাস নামছিল আর প্রাইভেট কারটি ঢুকছিল। সিএনজি অটোরিকশাটি ওই দুই পরিবহনের পাশে ছিল। এসময় ত্রিমুখী সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে তাদের মৃত্যু হয়।
এসএস