images

দেশজুড়ে / রাজনীতি / অন্যান্য

কাপাসিয়ায় মানবেন্দ্র দেবের গণসংযোগে ঢাবি ছাত্রনেতারা

বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮ , ১০:৫৫ এএম

images

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে কাস্তে মার্কার প্রার্থী মানবেন্দ্র দেবের গণসংযোগে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা। বুধবার তিনি কাপাসিয়ার তরগাঁও এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরাও অংশ নেন।

গেলো ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর কাপাসিয়া পাইলট স্কুলের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে গণসংযোগে নামেন মানবেন্দ্র দেব। এরপর ধারাবাহিকভাবেই বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।

বৃহস্পতিবার তরগাঁও ইউনিয়ন পরিষদের বেশ কয়েকটি গ্রামে গণসংযোগ করেন মানবেন্দ্র দেব। এ সময় ফয়েজ উল্লাহ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অভিনু কিবরিয়া ইসলাম, বর্তমান সহ-সভাপতি নির্ঝর কান্তি পালসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা অংশ নেন। 

এর আগে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব রাজ দাস, ঢাকা কলেজের সাধারণ সম্পাদক জোবায়ের প্রধানসহ ছাত্র সংগঠনটির শীর্ষ নেতারা গণসংযোগে অংশ নিয়েছেন। 

তরুণ বামপন্থী রাজনীতিক মানবেন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকারের বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের ঘটনায় কারাবন্দি হয়েছিলেন। 

পরে তিনি ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে কমিউনিস্ট পার্টির গণসংগঠন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আলোচিত এই ছাত্রনেতা।

নির্বাচনী প্রচারণায় ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, দীর্ঘদিন ছাত্র সমাজের স্বার্থে কাজ করে এখন নিজ এলাকার জনগণের পাশে দাঁড়াতে এসেছেন মানবেন্দ্র দেব। এ সময় তিনি স্থানীয় জনগণকে 'আধুনিক কাপাসিয়া' গড়তে কাস্তে মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।  

এসজে