images

দেশজুড়ে

গোলাম মাওলা রনির ওপর ‘ডিম নিক্ষেপ’

শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮ , ০৮:৫৪ পিএম

images

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থী গোলাম মাওলা রনি ওপর ডিম নিক্ষেপ করেছে স্থানীয় যুবকরা। 

আজ শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করে বাসায় ফেরার পথে ১০/১২ জন যুবক তাকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম মাওলা রনি ওপর ডিম নিক্ষেপ করেছে কয়েক জন যুবক। তবে তাদের পরিচয় জানা যায়নি। 

এ ব্যাপারে গোলাম মাওলা রনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অপর প্রাপ্ত থেকে ফোন কেটে দেয়া হচ্ছে। তবে, গোলাম মাওলা রনি তার ফেসবুকে ভ্যানের ওপর শুয়ে থাকা একটি ছবি দিয়ে তার উপর হামলার স্ট্যাটাস দিয়েছেন। এতে তার মাথায় ও পিঠে প্রচণ্ড আঘাত পেয়েছেন। 

গলাচিপায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার মোর্শেদ আরটিভি অনলাইনকে জানান, এ খবর গুজব ও মিথ্যা। তার নিরাপত্তার দায়িত্বে এক প্লাটুন পুলিশ রয়েছে। সেখানে তার (রনি) উপর হামলা হয় কিভাবে?  তার ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থল থেকে ডিমের খোসাও পাওয়া গেছে। হামলার ঘটনাটি  হচ্ছে রনি সাহেবের নাটক। আপনারা সাংবাদিকরা উনার (গোলাম মাওলা রনি) এসব নাটক থেকে আমাদের রক্ষা করুন। 

এসএস