images

দেশজুড়ে / অন্যান্য / শিক্ষা

রাবির হল খুলবে বৃহস্পতিবার

বুধবার, ০২ জানুয়ারি ২০১৯ , ০১:২৭ পিএম

images

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় খুলে দেয়া হবে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার আরটিভি অনলাইনকে বলেন, শীতকালীন অবকাশ শেষে তিন জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।

প্রসঙ্গত, শীতকালীন অবকাশ উপলক্ষে ২৬ ডিসেম্বর থেকে তিন জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল। আবাসিক হলগুলো ২৫ ডিসেম্বর থেকে বন্ধ ছিল।

অফিসগুলো ২৭ ডিসেম্বর থেকে দুই জানুয়ারি ২০১৯ পর্যন্ত ছুটি ছিল। তবে ৪ ও ৫ জানুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে।


আরো পড়ুন : 

 

জেবি