শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬ , ০৮:১১ পিএম
আধুনিক-মানসম্মত শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে নোয়াখালীর সোনাইমুড়ির হোসেনপুরে উদ্বোধন হলো ‘আতাউর রহমান ভূঁইয়া স্কুল এন্ড কলেজ’।
শনিবার সকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার এবিএম জাফর উল্ল্যাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ ও স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আতাউর রহমান ভূঁইয়া।
পরে তারা আতাউর রহমান ভূঁইয়ার স্ত্রী তৌহিদা রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীর দোয়া-মাহফিলে অংশ নেন।
এসএস