বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬ , ০৯:৪৯ পিএম
গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের দু’গ্রুপের সংঘর্ষে শ্যামলী পরিবহনের কাউন্টার ভাংচুর ও পরিবহন মালিকসহ ৮ জন আহত হবার ঘটনায় জেলা শহরে পরিবহন ধর্মঘট পালিত হয়েছে।
সংঘর্ষের ঘটনায় ২৩ জনের নামসহ অজ্ঞাতনামা মোট ৪৩ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ মামলার আসামি রনি, সোহেল ও দিলশাদসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
জেলা মোটর মালিক সমিতি ও জেলা ট্রাক মালিক সমিতি মঙ্গলবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ঘোষণা করে। এ ঘটনার প্রতিবাদে জেলা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠানেও ধর্মঘটের ডাক দেয় জেলা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ। তবে বুধবার বিকেলে ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট স্থগিত করা হয়েছে।
কে/ এমকে