images

দেশজুড়ে / বাংলাদেশ

টঙ্গীতে প্যারাসুট নারিকেল তেলের গুদামে আগুন

মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৯ , ১১:০৩ এএম

images

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় ম্যারিকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড-এর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ওই ডিপোতে মজুদ থাকা প্যারাসুট নারিকেল তৈল ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের দমকল কর্মীরা গিয়ে আগুন নেভান।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে তারা আগুনের খবর পান। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারটি এবং উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গোডাউনে থাকা প্যারাসুট নারিকেল তেল ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জেবি/পি