শনিবার, ১০ আগস্ট ২০১৯ , ০৭:২২ পিএম
Failed to load the video
পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বাড়ছে ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের আগে ১০ কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে গাড়ির সারি।
ছোট-বড় মিলিয়ে হাজারো গাড়ি পারাপারের অপেক্ষায় আছে। এতে ভোগান্তি চরমে উঠেছে নারী, শিশুসহ সব যাত্রীদের। অনেকে ভিড় করছেন লঞ্চে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ২০টি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। এদিকে, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
তবে গাড়ির বাড়তি চাপে ছয়শ’র বেশি যানবাহন নদী পারাপারের অপেক্ষায় আছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
পি