মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭ , ১২:২৫ পিএম
দিনাজপুরের হাকিমপুর উপজেলার উত্তর জামালপুর গ্রামে নিজ উদ্যোগেই দুই কিলোমিটার রাস্তা তৈরি করেছে এলাকাবাসী। এলাকার চেয়ারম্যানসহ বিভিন্ন জনের কাছে সমস্যার কথা জানালেও কোনো সুরাহা না পেয়ে অবশেষে সম্মিলিত খরচেই সড়কটি তৈরি করেন তারা। উপজেলার সঙ্গে গ্রামের এই সড়কটি না থাকায় নানা দূর্ভোগ পোহাতে হয়েছে গ্রামবাসীদের।
উপজেলার আলিহাট ইউনিয়নের সবশেষ গ্রাম উত্তর জামালপুর। উপজেলা সদর থেকে এর দুরত্ব ১৪ কিলোমিটার। মাত্র দুই কিলোমিটার রাস্তার অভাবে এই গ্রামের লোকেরা সাত কিলোমিটার রাস্তা ঘুরে শহরে যেতে। এলাকার ইউনিয়ন পরিষদে বার বার দরখাস্ত দিয়ে কোনো সুরাহা হয়নি। অবশেষে নিজেরাই জমি দিয়ে স্বেচ্চাশ্রমে তৈরি করেন দুই কিলোমিটার এ মাটির রাস্তা।
এলাকাবাসী জানায়, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নারী-পুরুষ সমন্বয়ে এ রাস্তা করছেন তারা।
আলিহাট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রসুল বাবু বলেন, রাস্তাটির সংস্কারের জন্য আমার যথেষ্ট সহযোগিতা থাকবে। টাকার অভাবে রাস্তাটি নির্মাণ করা সম্ভব হয়নি। গ্রামবাসীর এমন উদ্যোগের প্রশংসা করেন তিনি।
এলাকাবাসী নিজ উদ্যোগে রাস্তাটি নির্মাণ করে অনেক খুশি। এতে জেলা বা উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এলাকাবাসীর ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা সুবিধার মান আরো বাড়বে।
ওয়াই/এসএস