মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ , ০২:০৬ পিএম
Failed to load the video
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা কয়েকটি বস্তা থেকে বিপুল টাকা উদ্ধার করা হয়েছে। তবে টাকার নোটগুলো সবই কাটা পাওয়া গেছে।
সোমবার রাত আটটার দিকে একটি পিআপভ্যান থেকে কয়েকটি বস্তা ফেলে যাওয়া হয়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা বস্তা খুলে বিপুল ছেঁড়া টাকার নোট দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, এগুলো কোনও ব্যক্তির ফেলে যাওয়া টাকা নয়। ছেঁড়া টাকাগুলো ব্যাংকের পরিত্যক্ত।
জেবি