images

দেশজুড়ে

পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে সুপারভাইজার গ্রেপ্তার

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০ , ০১:৪২ পিএম

images

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানার সুপার ভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম জিন্নাহ আলী। তিনি সিরাজগঞ্জের একডালা এলাকার হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, এক পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামি জিন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গেল বুধবার রাতে  ভুক্তভোগী ওই নারী রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গেল চার মাস ধরে রূপগঞ্জের তারাব হাটিপাড়া এলাকার একটি  টেক্সটাইল মিলে কাজ করে আসছিলেন ধর্ষণের শিকার নারী। বেশ কয়েকদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল ওই কারখানার সুপারভাইজার জিন্নাহ আলী। তাতে রাজি না হওয়ায় গেল শনিবার রাতে কারখানার তৃতীয় তলায় কাজের কথা বলে ডেকে নিয়ে ওই পোশাক কর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে জিন্না। পরে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গেল বুধবার রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

জেবি