সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭ , ০৮:৩০ এএম
গাইবান্ধার কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমিতে আগুনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় রঞ্জু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে রঞ্জুকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পারদিয়ারা চর থেকে আটক করে।
গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, রঞ্জু মিয়া এ ঘটনার প্রধান সন্দেহভাজন আসামি। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে ।
গেলো বৃহস্পতিবার রাতে ব্রহ্মপুত্র চরের কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার মামলা করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান।
এসএস