images

দেশজুড়ে

জরিমানার পর বাড়ির সামনে বসানো হয়েছে পাহারা

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ , ০৩:০৩ পিএম

images

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় বিদেশফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টিনের নির্দেশনা না মেনে প্রকাশ্যে ঘুরাফেরা করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা আজ বুধবার বিকেলে জরিমানা করেন

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আব্দুস সালাম আরটিভিকে জানান, দণ্ডিত ব্যক্তি উপজেলার সাফাইশ্রী এলাকার আলমগীর হোসেন তিনি গেল ১১ মার্চ দেশে আসলে তাকে চৌদ্দদিন হোম কোয়ারেন্টিনে  থাকার পরামর্শ দেওয়া হয়

কিন্তু তিনি সরকারি নির্দেশনা না মেনে প্রকাশ্যে চলাফেরা করেন এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভবিষ্যতে যাতে সে হোম কোয়ারেন্টিনে থাকে তা নিশ্চিত করার জন্য তার বাড়ির সামনে একজন আনসার প্রহরা বসানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সালাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহিম, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন

জেবি