images

দেশজুড়ে

নিয়োগপত্র পেলেন শিমুলের স্ত্রী

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ , ০৩:২৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়রের গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্ত্রী নুরুন্নাহারের হাতে দেয়া হয়েছে রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস’র নিয়োগপত্র।

শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে স্থানীয় সংসদ সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন নিয়োগপত্র হস্তান্তর করেন।

এ সময় স্বপন বলেন, নিহত সাংবাদিকের সন্তানদের পড়ালেখাসহ সকল বিষয়ে পাশে থাকবে সরকার।

শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আযাদ রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আলিম উল রাজিব। নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে  এই নিয়াগপত্রটি গ্রহণ করেন। 

উল্লেখ্য, গেলো ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর ছোঁড়া গুলিতে গুরুতর আহত হন দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন শুক্রবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে তিনি মারা যান। 

পরে শিমুলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নিহত সাংবাদিকের স্ত্রীকে সাত দিনের মধ্যে যোগ্যতা অনুযায়ী চাকরি দেবার ঘোষণা দেন।

জেএইচ