রোববার, ০৫ জুলাই ২০২০ , ১০:৫২ এএম
রাজশাহী জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এখন এক হাজারের বেশি। গেল ২৪ ঘণ্টায় এ ভাইরাসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ীসহ আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৭৩ জনে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে দুই ল্যাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ীসহ রাজশাহী মহানগরীর ৬৮ জনসহ জেলায় ৮৪ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৬৮ জন এবং তানোর উপজেলায় ৬ জন, দুর্গাপুর উপজেলায় ৪ জন, পবা উপজেলায় ২ জন, বাঘা উপজেলায় ৩ জন ও চারঘাট উপজেলায় ১ জন শনাক্ত হয়েছে।
জানা গেছে, রাজশাহীতে মোট আক্রান্তদের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় সবচেয়ে বেশি ৭৯৪ জন। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ২৩, চারঘাটে ৩০, পুঠিয়ায় ১৪, দুর্গাপুরে ১৭, বাগমারায় ৩১, মোহনপুরে ৪২, তানোরে ৪৩, পবায় ৬৯ এবং গোদাগাড়ীতে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে জানান রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক।
এসএস