images

দেশজুড়ে

শ্রমিক অবরোধ : বন্ধ সিলেটের সব প্রবেশদ্বার

শনিবার, ১১ জুলাই ২০২০ , ১২:৫২ পিএম

images

সিলেটের পরিবহন শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে ট্রাক ও  ট্যাংকলরি শ্রমিকরা। 

শনিবার (১১ জুলাই) সকাল থেকে হুমায়ুন রশীদ চত্বর, চন্ডীপূল পয়েন্ট, কদমতলী বাস টার্মিনালসহ সিলেটের বিভিন্ন পয়েন্টে ট্রাক ও ট্যাংক লরি রেখে সড়ক অবরোধ করে রেখেছে। 

এতে অনেক যানবাহন সিলেটে প্রবেশ ও সিলেট থেকে বের হতে পারছে না। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা। 

সকাল থেকে এসব পয়েন্টে মিছিল ও পিকেটিং করতে দেখা গেছে শ্রমিকদের। 

এর আগে, গতকাল রাতে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন।

শ্রমিকদের দাবি, রিপন হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় রোববার (১২ জুলাই) থেকে দেশব্যাপী অবরোধের হুঁশিয়ারি দেন।

এসএস