images

অপরাধ

অগ্নিকাণ্ডের ঘটনায় জিডি করেছে বাংলাদেশ ব্যাংক

শুক্রবার, ২৪ মার্চ ২০১৭ , ০৪:৪২ পিএম

images

অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল থানায়  সাধারণ ডায়েরি (জিডি) করেছে বাংলাদেশ ব্যাংক।

শুক্রবার ব্যাংকের যুগ্ম-পরিচালক নুরুল ইসলাম মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা ঘটনাস্থলে এসে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এমসি/ এমকে