images

জাতীয় / অপরাধ / দেশজুড়ে

মহাখালীতে বস্তাবন্দি হাত-পা কাটা ম’স্তকবিহীন লা’শটি কার?

সোমবার, ৩১ মে ২০২১ , ০৮:২০ এএম

images

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি ড্রামের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় হাত-পা কাটা মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। ড্রামের ভেতর মরদেহের হাত-পা ও মাথা পাওয়া যায়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে বলে পুলিশের ধারণা।

রোববার (৩০ মে) দিনগত রাত ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কের পাশেই মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, মহাখালী আমতলী সড়কের পাশে একটি নীল রঙের ড্রামের ভেতরে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের সঙ্গে মাথা পাওয়া যায়নি। এছাড়া দুই হাত এবং দুই পাও কাটা ছিল, সেগুলো পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে বস্তাবন্দি করে ড্রামের ভেতরে ভরে লাশ গুমের উদ্দেশে এখানে ফেলে গেছে। বিস্তারিত অনুসন্ধান করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

কেএফ/পি