images

অপরাধ

সাভারে অস্ত্র ও জিহাদি বইসহ আটক ৩

শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ , ১০:৩৫ এএম

images

সাভারের ফুলবাড়িয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ জনকে আটক করেছে র‌্যাব-৪।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ‌র‌্যাব।

এতে বলা হয়, সভারের ফুলবাড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র‌্যাব-৪ এর একটি টিম। সেখান থেকে একটি পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণের জিহাদি বউ উদ্ধার করা হয়েছে। এসময় র‌্যাব ৩জনকে আটক করে।

ক্ষুদে বার্তায় আরো বলা হয়, আটক ৩ জন নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা তামীম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী।

শুক্রবার বেলা ১২টায় কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

এইচটি/জেএইচ