images

জাতীয় / অপরাধ / দেশজুড়ে

ঢাকায় জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ২

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ , ০৪:১৮ পিএম

images

রাজধানী ঢাকার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাব। ওই অভিযানে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল কোর্ট ফি এবং জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির সরঞ্জামাদিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল কোর্ট ফি এবং জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির সরঞ্জামাদিসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেল ৫টায় কারওয়ানবাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

কেএফ