images

অপরাধ

কেরানীগঞ্জে সমকামী সন্দেহে আটক ২৯

শুক্রবার, ১৯ মে ২০১৭ , ১১:০৪ এএম

images

ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ২৯ জন তরুণকে সমকামী সন্দেহে আটক করলো র‍্যাব।

এ সময় তাদের কাছ থেকে নেশাজাতীয় দ্রব্য, যৌন উত্তেজকসামগ্রী উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিনগত রাত তিনটার আঁটিবাজারের একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।

আটক সবার বয়স বিশের কাছাকাছি। তাদের বেশিরভাগই ছাত্র। দুই বা একজন অন্য পেশার থাকতে পারে।

র‍্যাব-১০’র অধিনায়ক জাহাঙ্গীর মাতব্বর বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবকদের র‍্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পে আনা হয়েছে। এলাকাবাসী অনেক দিন ধরেই ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন।

প্রায় দুই মাস পরপর তারা ওই কমিউনিটি সেন্টারে সমবেত হন বলেও তিনি উল্লেখ করেন।

কে/জেএইচ