images

অপরাধ

কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০১৬ , ০৩:৪৮ পিএম

images

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূলফটকে অতিরিক্ত কারারক্ষী মোতায়েন করা হয়।

শনিবার রাতেই মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হবার সম্ভাবনা থাকায় এ ব্যবস্থা নেয়া হয়। ফাঁসি কার্যকরের জন্য সব প্রস্তুতিই নেয়া হয়েছে বলে জানা গেছে।

সরকারি নির্দেশনা পেলেই রায় কার্যকর করবে প্রশাসন।

এর আগে শুক্রবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানান মীর কাসেম। এর পর থেকেই কাশিমপুরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরএইচ/