images

অপরাধ / দেশজুড়ে

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

রোববার, ৩০ অক্টোবর ২০১৬ , ০৯:৩৫ এএম

images

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন ওরফে দেলু মাস্টার নামে একজন নিহত হয়েছেন। র‍্যাবের দাবি নিহত ব্যক্তি ডাকাত সর্দার। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

র‍্যাব জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে তারা ঘটনাস্থলে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে ডাকাতরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি করে। কিছুক্ষণ গোলাগুলির পর ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দেলোয়ার হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

দেলু মাস্টারের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এসজেড