images

অপরাধ

আগুনের বিষয়টি নাশকতা কিনা তদন্ত হবে

মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭ , ০১:০৯ পিএম

images

রাজধানীর গুলশান-১ ডিসিসি মার্কেটে আগুনের বিষয়টি নাশকতা কিনা তদন্ত করে দেখা হবে। বললেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার ঘটনাস্থল দেখতে এসে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আগুনের বিষয়টি মনিটরিং করছেন। রাতেই প্রধানমন্ত্রীকে ঘটনাটি জানানো হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা কম। তাই চাহিদা মতো পানি পৌঁছানো যাচ্ছে না। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার পর আগুন লাগে। এরপরই তা ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট। যোগ দিয়েছে নৌবাহিনীর একটি দল। ধসে পড়েছে মার্কেটের দু’টি অংশ।

এইচটি/জেএইচ