মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭ , ০৫:১১ পিএম
মিরপুরের দারুস সালামের ছোট দিয়াবাড়ির একটি বাসা থেকে ২ শিশু ও মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে ছোট দিয়াবাড়ির ২৯/১ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তবে পুলিশ বলছে, দুই শিশুকে জবাই করে মা আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, মায়ের নাম আনিকা এবং দুই শিশু শামীমা ও আব্দুল্লাহ।
তবে কেন বা কি কারণে এ ঘটনা ঘটেছে এখন পযর্ন্ত তা স্পষ্ট নয়। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
আরওয়াই/জেএইচ