images

অপরাধ

সাংবাদিক হত্যা : পৌর মেয়র আ’লীগ থেকে বহিষ্কার

রোববার, ০৫ ফেব্রুয়ারি ২০১৭ , ০১:৫১ পিএম

images

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যায় অভিযুক্ত পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মেয়র হালিমুল হক মীরু এবং আরেক নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার দুপুর ১২টায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

বহিষ্কৃত অপরজন শিমুল হত্যা মামলার ৪ নম্বর আসামি। 

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।   

বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কে.এম. নাসির উদ্দিনকে শুক্রবার ভোররাতে উপজেলার ছয়আনি গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

এসজেড