images

অর্থনীতি

ভারত থেকে তেঁতুলের বিচি আমদানি

রোববার, ০৭ মার্চ ২০২১ , ১২:৪৪ পিএম

images

দেশের মানুষ তেঁতুল খেয়ে সাধারণ বিচি ফেলে দিয়ে থাকে। এবার ভারত থেকে সেই তেঁতুল বিচি আমদানি হয়েছে। প্রথমবারের মতো ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে এই তেঁতুল বিচি।

শনিবার (৬ মার্চ) বিকেলে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে  আমদানি হয়েছে। চট্টগ্রামের উজ্জল শাহ নামের এক আমদানিকারকের তেঁতুল বিচি বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। পরপরই আরও দুটি তেঁতুল বিচি বোঝাই ট্রাক স্থলবন্দরে প্রবেশ করে।

আরও পড়ুন : 

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনিক সরকার জানান, মশার কয়েল তৈরির কাঁচামাল হিসেবে তেঁতুল বিচির চাহিদা থাকায় প্রথমবার এটি আমদানি করা হচ্ছে। দেশের বাজারে ভালো দাম রয়েছে। আমদানিকৃত এসব তেঁতুল বিচি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, এদিন ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন তেঁতুল বিচি আমদানি হয়েছে।

এম