রোববার, ৩০ এপ্রিল ২০১৭ , ০৯:১৪ পিএম
চট্টগ্রাম নগরীর চকবাজারের লালচান্দ রোডে উদ্বোধন করা হয়েছে আমেরিকান ব্র্যান্ড-লিনেক্স এর এক্সক্লুসিভ শোরুম।
লিনেক্সে’র সিনিয়র জেনারেল ম্যানেজার গোলাম শাহরিয়ার কবীর দুপুরে শোরুমটির উদ্বোধন করেন।
শোরুমটিতে লিনেক্সে’র রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টেলিভিশন, ইকো ফ্রেন্ডলি এয়ার কন্ডিশনারসহ, নতুন প্রযৃক্তির উন্নতমানের ইলেক্ট্রনিক সামগ্রী পাওয়া যাবে।
উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে সকল পণ্যে ১০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে বলে জানান লিনেক্স কর্মকর্তারা।
জেএইচ