images

অর্থনীতি / করপোরেট কর্নার

এসিআই বাজারে আনলো টুইংকেল বেবি ডায়াপার

রোববার, ২১ মে ২০১৭ , ০৮:২১ পিএম

images

এসিআই বাজারে নিয়ে এলো স্যাভলন টুইংকেল বেবি ডায়াপার। যা শিশুদের জন্য অত্যান্ত আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মত।

টুইংকেল নিজস্ব ফ্যাক্টরিতে অত্যাধুনিক মেশিনে উন্নত কাঁচামাল দিয়ে তৈরী করা হয়।

নতুন এ টুইংকেল বেবি ডায়াপারের বিশেষ গুণাবলীর মধ্যে রয়েছে ওয়েটনেস ইন্ডিকেটর, ইলাস্টিক ওয়েস্ট ব্যান্ড ও সাইড টেপ, ভেলক্রো বেল্ট, আরামদায়ক এমবোস টপ শীট এবং এনাটমিক শেপ। সারাদেশে পাওয়া যাচ্ছে ডায়াপারটি।

গেলো শনিবার তেজগায়েঁর এসিআই সেন্টারে এসিআই সল্ট লিমিটেডের ব্যবস্থা পরিচালক সৈয়দ আলমগীর নতুন প্রোডাক্টির উদ্বোধন করেন।

এসময় আলমগীর বলেন, ভোক্তাদের জন্য এসিআই লিমিটেড সব সময় উন্নত মানের পণ্য সরবরাহে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় বাজারে আনা হয়েছে স্যাভলন টুইংকেল বেবি ডায়াপার।

এসময় আরো উপস্তিত ছিলেন এসিআই লিমিটেড এর বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, মার্কেটিং ম্যানেজার শাহরুখ হাসনাইন, প্রোডাক্ট গ্রুপ ম্যানেজার  খন্দকার ইশতিয়াক আহমদসহ অনেকে।

 

এমসি/জেএইচ