images

অর্থনীতি / করপোরেট কর্নার

গাজীপুরের কালিগঞ্জে লিনেক্স’র শো-রুম (ভিডিও)

মঙ্গলবার, ২৩ মে ২০১৭ , ০৭:৪৮ পিএম

images

সাধ্যের মধ্যে সাশ্রয়ী দামে গুণগতমানের পণ্য নিয়ে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার উলুখলা বাজারের পেট্টো বাংলা রোডে উদ্বোধন করা হলো আমেরিকান ব্র্যান্ড ‘লিনেক্সের’ ২৩তম এক্সক্লুসিভ শো-রুম।

মঙ্গলবার শো-রুমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার গোলাম শাহরিয়ার কবীর।

এ সময় এছাড়া উপস্থিত ছিলেন একতা ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ দুলাল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শো-রুমটিতে এনার্জি সেভিং রেফ্রিজারেটর, ফুল এইচ ডি স্মার্ট এলইডি টেলিভিশন, ইকো ফ্রেন্ডলি এয়ার কন্ডিশনার এবং অটোমেটিক ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে লিনেক্সের সব পণ্যে থাকছে ১০ শতাংশ ছাড়।

গেলো রোববার কুমিল্লার লাকসাম শহরে উদ্বোধন হয় আমেরিকান ব্র্যান্ড লিনেক্সের ২২তম এক্সক্লুসিভ শো-রুমের।

শো-রুমটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার গোলাম শাহরিয়ার কবির। এ সময় এছাড়া মিয়াজি ইলেক্ট্রনিক্সের মালিক মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কে/এপি