শুক্রবার, ০২ জুন ২০১৭ , ০৪:০১ পিএম
দেশে এখন এমন ভিক্ষুক নেই যারা অভাবে ভিক্ষা করে। যারা ভিক্ষার হাত পাতে তারা অভাবে নয় স্বভাবে। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার দুপুরে ঢাকার ওসমানী মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন সত্যিকারের ভিক্ষা করার মানুষ খুঁজে পাওয়া যায় না। যারা আছে তারা স্বভাবের দোষে ভিক্ষা করে।
তিনি বলেন, একলাখের বেশি ডিপোজিটারদের জন্য অবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছি। যাদের এতো টাকা আছে তাদের জন্য এটা বহনে সক্ষম।
মুহিত বলেন, ব্যাংকে বাৎসরিক লেনদেন ৩০ লাখ থেকে দেড়কোটি টাকার ভ্যাট ছাড় দেয়া হয়েছে। তাই জিনিসপত্রের দাম বাড়বে না। নিত্যপণ্যের দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।
অন্যদিকে কৃষিমন্ত্রী বলেন, চালের দাম বেড়েছে তবে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
এইচটি/জেএইচ