images

অর্থনীতি / আরটিভি

‘বাজেটে প্রত্যাশা, ২০২২-২৩’: নিম্ন আয়ের মানুষেদের প্রাধান্যের বাজেট চান পিরোজপুরবাসী  

মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ , ০৫:২৫ পিএম

Failed to load the video

আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির পর্দায় আসছে অংশীজনদের প্রত্যাশা ও সুপারিশমূলক বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘বাজেটে প্রত্যাশা, ২০২২-২৩’। অনুষ্ঠানটি ঘিরে আরটিভির কাছে বাজেট নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন পিরোজপুরের সর্বস্তরের মানুষ।

পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক গোলাম মাওলা লকীব বলেন, নিম্ন আয়ের মানুষ যারা, তারা যাতে দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারে তা বিবেচনায় নিয়ে সরকারের বাজেট করা উচিত।

পিরোজপুরের রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না বলেন, পদ্মা সেতুতে পরিকল্পিত রেল সংযোগ, যা গোপালগঞ্জ ঘোনাপাড়া পর্যন্ত আসার কথা, সেটি পিরোজপুর পর্যন্ত সম্প্রসারিত করা, খুলনা পর্যন্ত আসা গ্যাসলাইন সংযোগ বাগেরহাট হয়ে পিরোজপুরে আনার জন্য এই বাজেটে বরাদ্দ চাই।

প্রসঙ্গত, আগামী বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘বাজেটে প্রত্যাশা, ২০২২-২৩’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি।

আয়োজকরা জানান, করোনা অভিঘাত সামলে ওঠার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে ধাক্কা খাচ্ছে বিশ্ব অর্থনীতি। এমন পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরের মানুষের প্রত্যাশা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা ও সরকারের পরিকল্পনা উঠে আসবে অনুষ্ঠানে।

টেলিভিশনের পাশাপাশি অনুষ্ঠানটি একযোগে আরটিভির ভেরিফায়েড ফেসবুক পেজ Rtv । আরটিভি, ইউটিউব চ্যানেল Rtv News ও এফসিসিসিআই-এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানটি প্রযোজনা করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানটির ব্রডকাস্ট পার্টনার আরটিভি। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর আইএফআইসি ব্যাংক, কো-স্পন্সর সিটি গ্রুপ, বিএসআরএম ও মেঘনা গ্রুপ অব।