রোববার, ২৫ জুন ২০১৭ , ০৩:০৩ পিএম
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই ঈদ আনন্দকে পূর্ণতা দেয় নতুন পোশাক। তবে রাঙামাটিতে এবার ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে। জমে উঠেনি রাঙামাটির মার্কেটগুলোতে ঈদের বাজার। সবগুলো মার্কেটই প্রায় ক্রেতাশূন্য।
পাহাড় ধসে রাঙামাটির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্যান্য মালামাল সরবরাহ বন্ধ রয়েছে। এতে সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দেখা দিয়েছে এই বিড়ম্বনা।
ছোট হালকা যানবাহনে মানুষ চলাচল করলেও ভারী পণ্যবাহী গাড়ি আসা যাওয়া করতে পারছে না। এরফলে নতুন কোনো মালামাল আসতে না পারায় তার প্রভাব পড়েছে জেলার সর্বত্র।
এবারের ঈদ আনন্দ নেই বড়দের মাঝে। ক্রেতারা জানান, ছোটদের কেনাকাটার জন্যই মূলত মার্কেটে এসেছেন তারা।
এদিকে রাঙামাটির মার্কেটগুলোতে নেই, ক্রেতাদের ভীড় তাই বিক্রেতারা পার করছেন অলস সময়।
প্রাকৃতিক এই দুর্যোগের স্মৃতি কাটিয়ে শীঘ্রই রাঙামাটি আগের চেহারায় ফিরবে। এখন এমন আশাই করছেন ব্যবসায়ীরা।
আরকে/ এমকে