images

অর্থনীতি / ব্যাংক-বীমা

ডলারের বিপরীতে আরও কমলো টাকার মান

বুধবার, ০৩ মে ২০২৩ , ০১:২৬ পিএম

images

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও কমছে। প্রতি ডলার বিক্রি হচ্ছে ১০৪ দশমিক ৫ টাকায়।

বুধবার (৩ মে) বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এ দামে ডলার বিক্রি করছে।

এর আগে, ১০৩ টাকায় ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। চলমান বৈদেশিক মুদ্রা সংকটের মধ্যেও আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে বেশি করে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেছেন, বাজারের চাহিদা ও সরবরাহের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রমান্বয়ে বিনিময় হার নির্ধারণের লক্ষ্যে টাকার মান কমানো হয়েছে। আমরা ধীরে ধীরে ডলারের সঙ্গে টাকার বিনিময় হার সমন্বয় করছি।

সর্বশেষ ৩০ এপ্রিল প্রবাসী আয়ে ডলারের দাম বাড়িয়ে ১০৭ টাকা থেকে ১০৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়। রপ্তানি আয়ে ডলারে এক টাকা বাড়িয়ে ১০৬ টাকা পুনর্নির্ধারণ করা হয়।